সারা দুনিয়ায় এখন ডিজিটাল বিপ্লবের জোয়ার উঠেছে।ডিজিটাল লেখা-পড়া,ডিজিটাল বিনোদন,ডিজিটাল লাইফস্টাইল ইত্যাদি শব্দ এখন সবার মুখে মুখে।আর এই ডিজিটাল লাইফকে আর সহজ করতে সাহায্য করছে বিভিন্ন মাধ্যম।ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম।সকাল বেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখে যে ভাবে আমরা বুঝবো মুখে ব্রন উঠেছে কিনা বা কোন অযাচিত কোন রোগের আবির্ভাব হয়েছে কিনা ঠিক তেমনি আমরা প্রতিদিন ইন্টারনেট ও খবরের কাগজ পড়ে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল খবরা-খবর পেয়ে যাই।
ডিজিয়াল দুনিয়ার একটি অন্যতম প্রধান উপাদান হল কম্পিউটার।যাদের পার্সনাল কম্পিউটার আছে তাদের কাছে তাদের কম্পিউটারটা খুবই যত্নের এবং সখের।আর এই যত্নের উপাদানটি কিভাবে ভাল রাখা যায় এটা নিয়ে নানান চিন্তা ভাবনা আর তাই আমি আমার এই ব্লগের মাধ্যমে কম্পিউটার এর নানা সমস্যা সহ এর সমাধানের বিভিন্ন টিপস,কাস্টমাইজেসন ও বিভিন্ন উপকারী সফটওয়ার ডাউনলড সাইট সর্ম্পকে আলোচনা করছি যা আপনাকে সাহায্য করবে।।
No comments:
Post a Comment